সেন্সর ছাড়পত্র পেল ঐশী-ইয়াশের ‘আদম’

আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আদম’। আবু তাওহীদ হিরণের পরিচালনায় এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিস বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও স্বপ্নজাল খ্যাত ইয়াশ রোহান।
‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান’ ট্যাগ লাইনের সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘আনকাট’ সেন্সর পেয়েছে।
নির্মাতা আবু তাওহীদ হিরণ বলেন, “আমার স্বপ্নের প্রজেক্ট আদম। কয়েক বছর ধরে নানা চড়াই-উৎরাই পেরোনোর পর এখন মুক্তির দ্বারপ্রান্তে সিনেমাটি।”
‘আদম’ আনকাট সেন্সরের পাশাপাশি বোর্ড সদস্যদের ভূয়সী প্রশংসা পেয়েছে বলেও জানান নির্মাতা। সেন্সর সনদপত্র হাতে পেয়ে গেছেন। শিগগিরই জানাবেন মুক্তির দিনক্ষণ।
সিনেমাটি নিয়ে ঐশী বলেন, “আদম সিনেমায় আমদের আমার চরিত্রের নাম সাজিয়া। এ সিনেমার প্রধান নারী চরিত্র। আশির দশকের একটা গ্রামীণ গল্প।”
গ্রামীণ চরিত্রে কতটা মানানসই- জানতে চাইলে মিশন এক্সট্রিম সিনেমার নায়িকা বলেন, “আমি গ্রামে বড় হয়েছি। গ্রামীণ জীবন-যাপন ভালোই লাগে। আমার চরিত্র একেবারে অজপাড়াগাঁয়ের। এমন চরিত্র এর আগে আমি দেখিনি। ফলে চরিত্রটা করতে ভালোই লেগেছে।”
সিনেমাটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছেন ঐশী।
মাসুদ পারভেজের সংলাপ ও আবু তাওহীদ হিরণের রচনায় এবং চিত্রনাট্য ছবিটি প্রযোজনা করেছেন তামিম হোসেন।
ঐশী, ইয়াশ ছাড়াও আদমে অভিনয় করেছেন, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, আফফান মিতুল, অ্যালেন শুভ্র প্রমুখ।