বদরগঞ্জ বাজারে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে কাঁচামাল বোঝায় ট্রাকের ধাক্কায় কান্তানেছা (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ২টার দিকে দশমাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত বৃদ্ধা কান্তানেছা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বদরগঞ্জ বাজারের নিকট রাস্তা পারাপার হচ্ছিলেন কান্তানেছা। এ সময় দ্রুতগামী একটি কাঁচামাল বোঝায় ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, রাস্তা পারাপারের সময় কাঁচামাল বোঝায় ট্রাকের ধাক্কায় আহত হন তিনি। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পরই ট্রাকটি ঝিনাইদহের দিকে দ্রুত চলে যায়। ঝিনাইদহে আরও দুবার এক্সিডেন করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে কান্তানেছার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।