নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
নিউজিল্যান্ডর বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। যে দল জিতবে তাদের সেমিফাইনাল নিশ্চিত এমন সমীকরণ নিয়ে নেমেছে দুইদল। বিশ্বকাপের সুপার টুয়েলভে এটি চতুর্থ ম্যাচ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে এ ম্যাচে জিততেই হবে ইংল্যান্ডকে।
মঙ্গলবার (১ নভেম্বর) ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
‘গ্রুপ-১’ এর তিন খেলায় দুই জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের তৃতীয় স্থানে ইংল্যান্ড।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ইংল্যান্ডের বিপক্ষে জিতলে ৭ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনালের টিকিট পাবে নিউজিল্যান্ড। ইংলিশদের পয়েন্ট তখন তিনই থাকবে।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২২ বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। জয়ের পাল্লা ভারি ইংলিশদের। ১২ ম্যাচে জয় পেয়েছে তারা। আটটিতে জয় নিউজিল্যান্ডের। একটি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে জিতেছিলো ইংল্যান্ড। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড।
ইংল্যান্ড স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, হ্যারি ব্রুকস, স্যাম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড ও অ্যালেক্স হেলস।
নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট ও ফিন অ্যালেন।