এলাকার খবর

কার্পাসডাঙ্গায় রাতের আঁধারে কৃষকের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান নামের এক কৃষকের ২০টি মেহেগুনী গাছের চারা কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।

গত সোমবার মধ্যরাতে আব্দুল মান্নানের মেহেগুনি বাগানে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান বলেন, দুই বছর পূর্বে বাড়ির আমার বাড়ির অদূরের বাগানমাঠে ১৮ শতাংশ জমিতে মেহেগুনী গাছসহ বিভিন্ন জাতের চারা রোপণ করেছিলাম। বাগানে এসে দেখি বাগানের সমস্ত গাছ কেটে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি জানাজানি হলে গ্রামবাসী গাছগুলি কাটা অবস্থায় দেখে দুঃখপ্রকাশ করে। তবে কে বা কাহা রাতের আঁধারে তার এত বড় ক্ষতি করেছে, এর কোনো উত্তর তার জানা নেই কৃষক আব্দুল মান্নানের।

একই গ্রামের বেশ কয়েকজন কৃষক বলেন, আব্দুল মান্নান একজন ভালো মানুষ। তিনি কারো সঙ্গে খারাপ আচরণ করেছে বলে মনে হয় না। গাছগুলি তার নিজের জমিতে লাগিয়েছিলেন, এতে কারো কোনো ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না। তারপরেও কেন তার গাছগুলি এভাবে কেটে নষ্ট হলো, তা কেউ বলতে পারছে না।

এই বিভাগ থেকে আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button