
শান্তি ও মুক্তি পেতে হলে প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে ইসলামী শাসনে ফিরে আসতে হবে। পীর সাহেব চরমোনাই বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পেতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।
আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহযোগি সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পূর্ব শাখার নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রাজধানীর গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য ডা. মুখতার হুসাইন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সাবেক মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন।
প্রধান বক্তা থাকবেন দলের রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন।
সংগঠনের সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ বরকতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নকীব বিন হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, শ্রমিকনেতা আব্দুল রহমান, মোঃ হারুন অর রশিদ, মুহাম্মদ খলিলুর রহমান, যুবনেতা কেএম আতিকুর রহমান, ছাত্রনেতা শেখ ফজলে বারী মাসউদ, আলহাজ্ব আলতাফ হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক, রশিদ আহমদ ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।