আব্দুর রহমান দর্শনা :চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুজিবনগর -দর্শনা সড়কে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে অসংখ্য যাত্রীবাহী ও মালবাহী পরিবহন। বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে বেহাল দশা কোনরকম জোড়াতালি দেয়া এ সেতুটি এখন যেন মরণফাঁদে পরিনত হয়েছে।
সেতুর ধারন ক্ষমতা অনুযায়ী ছাড়াও অবাধে চলাচল করছে ভারী ভারী যানবাহন। যার ফলে যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মাথাভাঙ্গা নদীর গলাইদড়ি ঘাট নামক ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচলের ফলে অনেক আগেই ব্রিজের বিভিন্ন অংশ ভেঙে যায়, তার পর জোড়াতালি দিয়ে রাখা হলেও হয়নি সংস্কারের কাজ।
দূর্ঘটনায় ব্রিজের নানান অংশ ধসে যাওয়ার পর পাশেই টানিয়ে দেওয়া হয়ে ছিল ১০টনের বেশি মালামাল ও যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা নামক একটা সাইন বোর্ড। কিন্তু কেউই মানছে না এই নিষেধাজ্ঞা। এমতাবস্থায় ব্রিজ ভেঙে পড়লে
মুজিবনগর -দর্শনাসহ সারাদেশের সাথে দূর পাল্লার গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে এবং স্থানীয় পথচারীরা পড়বে দুর্ভোগে।
সরজমিনে দেখা গেছে যে, ব্রিজের মাঝে মাঝে অনেক ফাটলের সৃষ্টি হয়েছে যা বর্তমানে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্রিজটি সংস্কারের জন্য দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।