সুজন মাহমুদ : রাস্তার পাশ দিয়ে গেলেই গা ঘিনঘিন করে। নাকে রুমাল চেপে যেতে হয়। এমন কান্ডকারখানা আর কত দিন চলবে। কেউ কি দেখার নেই। না কারর নজরে পড়ে না। চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা -ঝিনাইদহ মহাসড়কের ধারে ডিঙ্গেদহ হাটখোলা বাজারে যত্রতত্র পশু জবাই করার কারনে পশুর বর্জ্য গো ঘাসি পচে ছড়াচ্ছে প্রকট দুর্গন্ধ। ঐ বর্জ্য আবর্জনা কাক, মুরগিতে ছিটিয়ে যাচ্ছে তাই করছে। ভুক্তভোগী মহলের দাবি সড়কের পাশ থেকে জবাই খানা অন্যত্র সরিয়ে দেয়া দরকার। তা না হলে বর্জ্যর দুর্গন্ধে পথচারীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। বিষয়টির দিকে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের নজর দেয়ার দাবি সচেতন মহলের।
Home / বিশেষ সংবাদ / চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে সরকারী ভাবে গড়ে তোলা হয়নি পশু জবাই খানা, সড়কের ধারেই যত্রতত্র করা হচ্ছে গরু ছাগল জবাই বর্জ্য পচে ছড়াচ্ছে দুর্গন্ধ
Check Also
জীবননগরে ভালোবাসায় সিক্ত হলেন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল
জীবননগর প্রতিনিধিঃ জীবননগরে রাজনৈতিক, সুধী, সাংবাদিক ও স্থানীয় সাধারণ জনগনের ভালোবাসায় সিক্ত হলেন জীবননগর উপজেলার …